সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
করোনা মোকাবিলায় ডায়মন্ডহারবারে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে সূচনা হল সেফ হোম প্রকল্পের।
করোনা সংক্রমণের হার দিনের পর দিন বেড়েই চলেছে। এই অবস্থায় একদিকে যেমন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, তেমনি প্রাথমিকভাবে পরীক্ষার করার কেন্দ্রগুলির চাহিদাও বাড়ছে। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ডায়মন্ড হারবার ময়দানে তৈরি হল সেফ হোম প্রকল্প।

শনিবার উদ্বোধন করেন ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায় সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। ১০০টি শয্যা নিয়ে শুরু হয়েছে এই উদ্যোগ। মূলত উপসর্গহীন অথবা অল্প উপসর্গযুক্ত ব্যক্তিরাই এখানে থাকতে পারবেন। এখানেই তাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে বিজেপির এমপি, এমএলএ -র গাড়ি আটকাল পুলিশ
এতদিন সামান্য উপসর্গ দেখা দিলেই বিভিন্ন হাসপাতালে ভিড় জমাতে দেখা যেত সাধারণ মানুষদের। তাতে যেমন হাসপাতালে বেট পাওয়া সমস্যা হত, তেমনি পরীক্ষা করতেও অনেক লেগে যেত। সেই সমস্যা মেটানোর জন্য এই উদ্যোগ বলে জানান মহকুমা শাসক। এখন থেকে প্রাথমিক উপসর্গ দেখা দিলে জ্বর হলে এখানে রাখা হবে।
স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস রায় বলেন, হাসপাতালে রোগীদের ভিড় কমানোর জন্য অল্প সংক্রমণযুক্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা হবে এখানেই। এখান থেকেও যদি সমস্যা বাড়তে থাকে, তাহলে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হবে।’
আরও পড়ুনঃ করোনাতে আক্রান্ত চন্দ্রকোনার বিডিও
পাশাপাশি কয়েকদিনের মধ্যে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে শুরু হতে চলেছে কোভিড নাইট কিট পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্র শুরু হলে অনেক তাড়াতাড়ি উপসর্গ আছে কিনা তা জানা যাবে। প্রাথমিকভাবে ১০০ দিয়ে শয্যা শুরু হলেও আগামী দিনে প্রয়োজন অনুযায়ী আড়াইশো সজ্জা করতে প্রস্তুত রয়েছে ডায়মন্ডহারবার প্রশাসন। যারা থাকবেন এখানে, তাদের গৃহের পরিবেশ তৈরি করতে রাখা হবে টিভি এবং থাকছে গান শোনার ব্যবস্থাও।
সবকিছু দেখভালের জন্য সেচ্ছাসেবী সংগঠন সদস্যরাও থাকছেন। পরিবহণের জন্য থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। সব মিলিয়ে করোনা আবহে সংক্রমণ যেমন বাড়ছে তেমনি রোগীর সংখ্যা কমানো ও তাদেরকে দ্রুত চিকিৎসা প্রদানের উদ্দেশ্যেই এই উদ্যোগ নিল প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584