নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একথা ঠিক। কিন্তু সঠিক চিকিৎসা এবং সামান্য উপসর্গ দেখা দিলেই কোয়ারেন্টাইনে চলে যাওয়ার কারণে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। তাই সব দিক দেখেই আলিপুর সেন্ট্রাল জেলে সেফ হোম করার ভাবনা চিন্তা করছে রাজ্য প্রশাসন।
কলকাতা পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার সকালে এই সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য আলিপুর সেন্ট্রাল জেল পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও আম জনতার জন্য এই সেফ হোম তৈরি হবে না। পুলিশের জন্য সেটা ব্যবহার করা হবে।
আরও পড়ুনঃ করোনা–চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
বর্তমানে কলকাতা পুলিশের প্রায় দেড় হাজারেরও বেশি কর্মী করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে শুধুমাত্র পুলিশকর্মী এবং আধিকারিকদের জন্য এই জেলকে সেফ হোমে রূপান্তরিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে কত আসনের ব্যবস্থা করা হবে, তা এখনও স্থির করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584