কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
দশজনের বাংলাদেশের কাছে আটকে গেল ভারতীয় ফুটবল দল। সোমবার মালেতে অনুষ্ঠিত সাফ ফুটবল কাপে বাংলাদেশের সাথে ১-১ গোলে ড্র করে ভারতের সুনীল ছেত্রী। ম্যাচের ২৫ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর গোলে ভারত এগিয়ে যায়। পরিকল্পনা হীন ম্যাচে ভারতের আক্রমণ বাংলাদেশের রক্ষণে বার বার আটকে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যায়। বাংলাদেশ লাল কার্ড পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ ভারতীয় ফুটবলাররা।
FULL TIME! ⌛️
The referee brings the match to a close, as both India and Bangladesh share the spoils today.
🇧🇩 1-1 🇮🇳
✍️: https://t.co/FQdxCjDkBp#BANIND ⚔️ #SAFFChampionship2021 🏆 #BackTheBlue 💙 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/VZ3Gsg3SbW
— Indian Football Team (@IndianFootball) October 4, 2021
ম্যাচের গতির বিরুদ্ধে ৭৫ মিনিটে মাথায় ইয়াসিন বাংলাদেশের পরিশোধ করে। ভারত বার বার আক্রমণ করলেও শেষ পর্যন্ত ম্যাচে গোল করতে ব্যর্থ হন। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্টস চার। ভারতের এক ম্যাচে এক। ভারতের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে আগামী ৭ই অক্টোবর।
আরও পড়ুনঃ বিশ্বকাপের আগে মানসিকভাবে চাঙা হতে আইপিএল ছাড়লেন গেইল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584