নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে সবার নজর কেড়েছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগ্নিক সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭।বুধবার পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্কুলের শিক্ষকরা।রায়গঞ্জের করোনেশন হাই স্কুল দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করে আসছে।
আরও পড়ুনঃ মাধ্যমিকে জয়জয়কার বীরভূম জেলা স্কুলের
কিন্তু বর্তমানে সেই ফলাফলের আগের ধারা আর নেই। এবার মাত্র একজন ছাত্র ষষ্ঠ স্থান অধিকার করতে পেরেছে। বোর্ডের প্রকাশিত মেধা তালিকা সূত্রে জানা গেছে, ষষ্ঠ স্থান অধিকার করেছে মোট ১২ জন। মেধা তালিকায় ৮৪ জন পড়ুয়া স্থান পেয়েছেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
লকডাউনের জেরে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার মধ্য শিক্ষা পর্ষদ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এবার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষা শেষের ১৩৯ দিন পর প্রকাশিত হল ফলাফল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584