মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন শ্রমমন্ত্রী

0
42

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরেই সাগ্নিকের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন রায়গঞ্জের পুর চেয়ারম্যান। এবার রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারী রায়গঞ্জের সাগ্নিক সিংহকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গেলেন রাজ্যের শ্রম দফতরের গোলাম রব্বানী।

madhyamik student | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার সাগ্নিকের বীরনগরের বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। তার সঙ্গে ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাগ্নিকের হাতে উপহার তুলে দেন মন্ত্রী। সাগ্নিক জেলার নাম রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য সপ্তম তমলুকের কুশল

মন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এদিন সাগ্নিকের সাথে দেখা করেছি। তার পাশে রাজ্য সরকার সব সময় রয়েছে। আগামীতেও এমন ভালো ফল সাগ্নিকের কাছ থেকে আমরা আশা করছি।” সাগ্নিকের সর্বমোট নম্বর ৬৮৭।

বাংলা ও ইংরেজিতে ৯৬ নম্বর পেয়েছে সে। অঙ্ক ও জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাস ও ভুগোলে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৯ নম্বর পেয়েছে সে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে সাগ্নিকের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here