নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নদীর ওপারে থাকা প্রায় হাজার বিঘার জমির ধান ঘরে আনার জন্য কয়েকদিন আগে টাঙ্গন নদীর উপর নিজেরাই সাঁকো তৈরি করেছেন। কিন্তু রাস্তা এতটাই বেহাল অবস্থা যে ট্রাক্টরও চলতে পারে না। কৃষকদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে মাধাইপুর যুবসমাজ। এগিয়ে এসেছে সাহাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষও। পঞ্চায়েতের অর্থে রাস্তা সংস্কারে নেমে পড়েছেন গ্রামবাসীরা।
পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দাদের প্রায় অধিকাংশই কৃষক। এসব গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে টাঙন নদী। নদীর ওপারে হবিবপুর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা। নদীর ওপারে এক হাজারের বেশি বিঘা জমিতে এবার বোরো ধানের চাষ হয়েছে।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে কেমন কাজ, জানতে চাইলেন ‘পি কে’
এলাকার যুব সমাজ চাষিদের পাশে এসে দাঁড়ায়েছেন। তারা যোগাযোগ করে সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের উকিল মণ্ডলও সঙ্গে। তিনি এই রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের সাধ্য অনুযায়ী কিছু টাকা বরাদ্দ করেন। রবিবার সকাল থেকে সেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন কৃষকরা। পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগে খুশি তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584