সুদীপ পাল,বর্ধমানঃ
আধুনিক নগর জীবনের যখন সবকিছুই ডিজিটাল তখন বন্ধুত্বের সাবেকিয়ানা কি করে ধরে রাখা যায়,সেই পথ দেখাচ্ছে পূর্ব বর্ধমানের রায়না। রায়নার বাজিতপুর তেলারপাড়ে অনুষ্ঠিত হয়ে আসছে বন্ধুত্বের বন্ধনে জড়ানোর উৎসব সহেলা। সহেলা বা আঞ্চলিক ভাষায় সয়লা এই অঞ্চলের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর ২৯ শে কার্তিক অনুষ্ঠিত হয়ে আসছে সহেলা উৎসব।
কিন্তু কি এই উৎসব? স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল, এই পুজো আসলে মনসার পুজো। মা মনসার পুজো শেষ হবার পর মালাবদল করে বন্ধুত্ব পাতানো হয় এই উৎসবে। বিভিন্ন বয়সের মানুষ এই উৎসবে অংশ নেন। শুধু বিভিন্ন বয়স নয় বিভিন্ন ধর্মের মানুষরা একে অপরকে মালাবদল করে বন্ধুত্ব পাতান। বর্তমানে এই পুজোর উদ্যোক্তা স্বামী কার্তিকানন্দ।বাজিতপুরের এই উৎসবকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে এখানে। বর্ধমান সদর শহর থেকেও প্রচুর মানুষ এখানে আসেন। বর্ধমানের নাদানঘাট থেকে আসা সজল তালুকদার বলেন, “বর্তমানে আমরা এতটাই ডিজিটাল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি যে, বন্ধুত্বের জন্য ফ্রেন্ডস ডে আলাদা করে পালন করতে হয়। অথচ এখানে সেই ডিজিটাল ছোঁয়া নেই কিন্তু হৃদয়ের মেলবন্ধন আছে।” ধর্মীয় রীতিতে পুজো হওয়ার পর এই উৎসবকে ঘিরে মানুষের আনন্দ চোখে পড়ার মত। বন্ধুত্ব পাতানোর পরে চলে মিষ্টিমুখ। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে বিশাল মেলাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584