জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
এ বছরের মাধ্যমিক পরীক্ষা সবদিক থেকেই ব্যতিক্রম বা রেকর্ড বলা যেতে পারে। এই ব্যতিক্রমের মাঝে খুশির হাওয়া বয়ে আনল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত সালারের বাসিন্দা সাহিদুল আফ্রিদি। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৯৭ যা মাধ্যমিকে রাজ্য স্তরের প্রথম শ্রেণির ৭৯ জনের একজন। কিন্তু সাহিদুল আফ্রিদির পড়াশোনা মালদা জেলার কালিয়াচক জোয়নপুর হাইস্কুলে, সেখান থেকেই মাধ্যমিকে দিয়েছে সে।
এখনও পর্যন্ত যা খবর মালদা জেলার প্রথম হয়েছে সাহিদুল আফ্রিদি। আর ৬৯৬ পেয়ে শুভদীপ কুণ্ডু মালদার সম্ভবত দ্বিতীয় হয়েছে। শুভদীপ ললিত মোহন হাইস্কুলের ছাত্র। তবে এলাকার ছাত্র হিসেবে কান্দি মহকুমায় প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি এলাকার বাসিন্দা দীপন ঘোষ। মাধ্যমিকে ৬৯২ নম্বর পেয়ে কান্দি মহকুমায় নজির গড়েছে। সে কান্দি রাজ হাইস্কুলের ছাত্র। দীপনের এই রেজাল্টের পর দীপনের বাড়িতে কান্দি স্কুল পরিদর্শক গোবিন্দ রায় এবং কান্দি পৌরসভার প্রশাসক তথা বিধায়ক অপূর্ব সরকার নিজে এসে সম্বর্ধনা জানিয়েছেন।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলার সালারের সাহিদুল আফ্রিদি ৬৯৭ পেয়ে রাজ্যের প্রথম ৭৯ জনের মধ্যে একজন হয়েছে। সেই খুশির খবর পেয়ে গতকালই সম্বর্ধনা জানাতে উপস্থিত হয়েছিলেন ডিওয়াইএফআই সালার লোকাল কমিটি। উপস্থিত ছিলেন জেলা কমিটির ধ্রুবজ্যোতি সাহা, হাসিরুল ইসলাম সহ অন্যান্য কর্মীবৃন্দ।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ন্যূনতম কত নম্বরে কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা?
আফ্রিদি আপনজন’কে জানায়, পড়ার পাশাপাশি ছবি আঁকতে এবং ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসে সে, তার প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিংহ ধোনি। তবে মাধ্যমিক পরীক্ষা নিয়ে জানতে চাওয়া হলে সে জানায়, ‘পরীক্ষা হলে বেশি খুশি হতাম। আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা। পরীক্ষা হলে বিষয়টা আরও স্বচ্ছ হতো।’
উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটিই বাতিল করতে বাধ্য হয় বোর্ড। এরপর নবম ও দশম শ্রেণির ইন্টারনাল টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে এবছরের মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584