অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, থাইল্যান্ড ওপেনে মাঠে নামার আগে করোনা আক্রান্ত ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। সাইনার পাশাপাশি এইচ এস প্রণয়ও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছিল। সন্ধ্যেতেই এই খবরে নতুন মোড়।
দিনের শেষে খুশির খবর। সন্ধ্যেতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবারই থাইল্যান্ড ওপেনে দুই তারকা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন। দুজনেরই সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ বলে জানা যাচ্ছে। সাইনা নিজে টুইট করে বুধবার ম্যাচে নামতে চলেছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ স্মিথকে ছেড়ে দিতে পারে রাজস্থান
সাইনার স্বামী পারুপল্লী কাশ্যপেরও করোনা পরীক্ষা হয়েছে। তবে এখনও রিপোর্ট হাতে না আসার কারণে পারুপল্লী এখন আইসোলেট রয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584