নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ধোনি কি ভাবছেন বা কি করতে চলেছেন সেটা জানার একমাত্র জায়গা হচ্ছে তার স্ত্রী সাক্ষী ধোনি। তিনিই সোশ্যাল মিডিয়ায় মাহিকে নিয়ে আভাস দেন। এই গত কয়েকদিনের মধ্যে কিন্তু কিছু ইঙ্গিত দেননি ধোনির অবসরের ব্যাপারে।
তবে এমএসডির মানসিক অবস্থার কথা কিন্তু তুলে ধরলেন। স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে নিজের ইনস্টাগ্রামে অবসর ঘোষণা করেন ভারতীয় দলে মাহি। ধোনির ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করে সাক্ষী লেখেন “ধন্যবাদ”৷
ধোনির একটি পিছন দিক করে বসে থাকা ছবি পোস্ট করে সাক্ষী লেখেন, ‘তুমি যা অর্জন করেছ তা নিয়ে তোমার গর্ব করা উচিত।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়াতেই সরলেন ধোনিঃ গাভাসকার
ক্রিকেটে তোমার সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন। তোমার কৃতিত্ব ও ব্যক্তিত্বে আমি গর্বিত! আমি নিশ্চিত আবেগকে বিদায় জানাতে গিয়ে তুমি চোখের জল ধরে রেখেছিলে ৷ আগামীর জন্য তোমায় শুভেচ্ছা জানাই ‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584