কবির হোসেন, মুর্শিদাবাদঃ
হিরন কাকা স্মৃতি কাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হল সালার রেলওয়ে স্টেশন মাঠে। ফাইনাল ম্যাচে সালার জায়েন্ট একাদশ ১০০ রানে পরাজিত করে হামিদ পিলখুন্দিকে। হিরন কাকা স্মৃতি সংঘের উদ্যোগে একমাস ব্যাপী এক নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে ছিল। শনিবার তার ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সালার জয়েন্ট একাদশ বনাম হামিদহাটি পিলখুন্ডি একাদশ।
এদিন ফাইনাল ম্যাচের শুরুর পূর্বে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে হিরন কাকার স্মৃতিচারণ করা হয়। ফাইনালের অংশগ্রহণকারী উভয় দলের সঙ্গে উপস্থিত বিশেষ অতিথিদের পরিচয় করিয়ে দেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা মোঃ ফিরদৌস। হিরণ বাবুর খেলাধুলার প্রতি আবেগ এবং তার অবদানের কথা উপস্থিত দর্শকদের মধ্যে তুলে ধরা হয়। এদিন সালার দলের অধিনায়ক মহম্মদ বাচ্চু টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
সালার জয়েন্ট একাদশ নির্ধারিত ১২ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হামিদহাটি পিলখুন্দি। তারা সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান করে। সালার জায়েন্ট একাদশে অলরাউন্ডার আজম খানের বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি বিপক্ষ দলের ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মুর্শিদাবাদ বহরমপুর যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলাম ও সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহন্ত। ম্যান অফ দ্যা ম্যাচ হন সালার জায়েন্ট একাদশের আজম খান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584