করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিতে অভিযান সালার পুলিশের, মাস্ক না পরায় আটক ২

0
45

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

আজ মঙ্গলবার সালারে সাধারণ মানুষকে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিতে একযোগে অভিযান চালাল ভরতপুর দু’নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল, সালার থানার ওসি ইন্দ্রনীল মহন্ত এবং ভরতপুর সিআই চয়ন ঘোষ।

salar police
নিজস্ব চিত্র

এদিন সালারের বিভিন্ন জায়গার পাশাপাশি বাসস্ট্যান্ড, সবজি বাজারে বিশেষ অভিযান চালানো হয়। কেন না এধরনের জায়গাতেই বেশি জমায়েত হয়ে থাকে। এদিন ব্যাবসায়ী ও পথচারীদের সচেতন করা হয় করোনা পরিস্থিতি ও ওমিক্রন সম্পর্কে।

mask distribution
নিজস্ব চিত্র

এছাড়া বিনা মাস্কে রিকশা ও বাস চালকদের যাত্রীদের গাড়িতে না তোলার জন্য অবগতও করা হয়। চিকিৎসকরা মূলত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে বারবার অনুরোধ জানাচ্ছেন। পথচারীদের মধ্যে মাস্কও বিতরণ করা হয় এদিন। মাস্ক না পরার জন্য এদিন দুজনকে আটক করে সালার থানার পুলিশ।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানিয়ে এবার দায়ের জনস্বার্থ মামলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here