কাবির হোসেন, মুর্শিদাবাদঃ
সোমবার ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল করল সালার যুব তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, গতকাল সোমবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তাঁর কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয় লাঠি ও পাথর ছুড়ে বিভিন্ন জায়গায় থেকে হামলা চালানো হয় বলে জানা যায়।
আরও পড়ুনঃ লালবাগে একগুচ্ছ দাবি নিয়ে মিছিল সিপিআইএমের
সেই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় ধিক্কার মিছিল বের করে সালার যুব তৃণমূল কংগ্রেস। সালার রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে কলেজ মোড় হয়ে বাসস্ট্যান্ডে মিছিল শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন দলের নেতৃত্বরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584