কবির হোসেন, মুর্শিদাবাদঃ
তিস্তা-তোর্সা, হাটে-বাজারে, কাটিহার, বালুরঘাট-সহ একাধিক ট্রেনের স্টপেজ ও স্পেশাল ট্রেনের ভাড়া বাতিলের দাবীতে সালার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল সালার স্টেশন ম্যানেজারের কাছে। ডেপুটেশনে নেতৃত্ব দেন বহরমপুর-মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আনারুল ইসলাম।
করোনা কালের সময় থেকে এক্সপ্রেস ট্রেনগুলিকে স্পেশাল ট্রেনের নাম দিয়ে চালানো হচ্ছে। এই পরিপেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন যেমন তিস্তা তোর্সা, হাটে বাজারে ও বালুরঘাট এক্সপ্রেস প্রভৃতি ট্রেন গুলি বাতিল করা হয় এবং তার পরবর্তী স্পেশাল ট্রেনের নাম দিয়ে ট্রেন পরিষেবা চালু হয়। কিন্তু পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করলেও উপরোক্ত ট্রেনগুলি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পূর্বের অবস্থায় ট্রেন চলাচল শুরু হলেও সালার স্টপেজ বাতিলই থেকে যায়। ফলে সমস্যায় পড়েছে যাত্রী থেকে ব্যবসায়ীরা। অনেক যাত্রী ভুল করে এই সমস্ত ট্রেনে চড়ছেন এবং ট্রেনের স্টপেজ না থাকার ফলে চলন্ত ট্রেনে নামতে গিয়ে দুর্ঘটনা শিকার হচ্ছেন।এছাড়া ভাড়ার বৈষম্য নিয়েও সমস্যা দেখা দিয়েছে, আজিমগঞ্জ থেকে সালার ভাড়া একরকম আবার কাটোয়া থেকে আজিমগঞ্জ ভাড়ার বিশাল বৈষম্য। এর ফলে অনেক যাত্রী ট্রেন পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্য যাতে অদূরে দূর করা হয় সেই নিয়ে স্মারকলিপি দেওয়া হয় আজ।
উল্লেখ্য, হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন তথা মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার একমাত্র রেলওয়ে স্টেশন সালার। ফলে সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী ও অনেক অসুস্থ রোগীরা চিকিৎসার জন্য কলকাতা বা দক্ষিণ ভারত যেতে হলে অনেকটা এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু গতকাল পরিষেবা বন্ধ এবং পরবর্তীতে স্পেশাল ট্রেন হিসেবে কয়েকটা ট্রেন চালু হলেও বেশিরভাগ আপ ট্রেনে সালারে স্টপেজ বাতিল হওয়ার ফলে সমস্যায় পড়েন কান্দি মহকুমার ট্রেন পরিষেবা ব্যবহারকারীরা। সেই সঙ্গে সঙ্গে ব্যবসায়ী ও অসুস্থ রোগিরা কলকাতা ও দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে ও সমস্যা পড়ছেন। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তার সমস্যার সমাধানের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা পুরভোটে প্রচারের শেষ দিনে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন
বহরমপুর যুব তৃণমূল কংগ্রেস নেতা আনারুল ইসলাম বলেন যে, আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দাবিদাওয়া গুলো বিবেচনা করা হয় ।এছাড়া আমরা আরও আশা করছি কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলোর খুব শীঘ্রই সমাধান করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584