নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউন জারি হওয়ার পর থেকেই নিজের বিধানসভা এলাকায় দরিদ্র পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি রান্না করে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
জানা গেছে শালবনি বিধানসভার অন্তর্গত একাধিক জায়গায় খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে, শুধু তাই নয় রান্না করেও বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
আরও পড়ুনঃ নিজেদের ওয়ার্ডকে স্যানিটাইজ করতে হাত লাগালেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলররা
বৃহস্পতিবার গড়বেতা তিন নম্বর ব্লকের ডাবচা এলাকায় রান্না করে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
মূলত এই লকডাউন এর ফলে আর্থিক সংকটে পিছিয়ে থাকা মানুষগুলো নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান দিনগুলিতে। এবার তাদের কথা ভেবেই এই উদ্যোগ বিধায়কের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584