ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আফগানিস্তানের রাজনৈতিক নেতাদের অধিকাংশ তালিবানের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাই করলেন না, উল্টে একের পর এক নেতা পালিয়ে বাঁচলেন; ঠিক এমনই সময়ে দাঁড়িয়ে তালিবানের রক্ষচক্ষুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বন্দুক হাতে তুলে নিয়েছিলেন এক নারী, তিনি সালিমা মাজারি। আশরাফ গনি সরকারের তিনজন মহিলা গভর্নরের একজন সেই সালিমা মাজারি এখন তালিবানদের হাতে বন্দী।
আফগানিস্তানের একের পর এক প্রদেশ যখন প্রকৃতপক্ষে বিনা বাধায় তালিবানদের দখলে চলে যাচ্ছিল, বল্খ প্রদেশ রক্ষার্থে গভর্নর রক্ষায় সালিমা তখন হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। দেশের অন্যান্য প্রদেশ সহজেই দখল করতে পারলেও রুখে দাঁড়িয়েছিল বল্খ প্রদেশ, সালিমা বাহিনীর কড়া প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল তালিবানদের। দু পক্ষের তুমুল সংঘর্ষে শেষ পর্যন্ত তালিবানদের বিপুল লোকবলের কাছে হার মানতে বাধ্য হন সালিমা, পতন হয় বলখ প্রদেশের। একই সঙ্গে সালিমার চাহার কিন্ট জেলাও তালিবানদের দখলে চলে যায়।
আরও পড়ুনঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারাও, রায় সুপ্রিম কোর্টের
এই চাহার কিন্টই ছিল গোটা আফগানিস্তানের মধ্যে একমাত্র মহিলা পরিচালিত অঞ্চল যা কোনও দিন কোনও জঙ্গিগোষ্ঠীর কাছে বশ্যতা স্বীকার করেনি। বল্খ প্রদেশ এবং চাহার কিন্টকে আগলে রাখার বহু চেষ্টা করেছিলেন সালিমা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে শেষ পর্যন্ত সালিমা মাজারিকে বন্দী করেছে তালিবানরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584