নাদিহা বেগম,আরামবাগঃ
রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ট্যারেন্টুলা আতংক এবং সেই আতঙ্কেই মাকড়সা প্রজাতির বেশ কিছু বড় মাকড়সাকে মেরে দেওয়া হচ্ছে বলে মনে করছেন বনদপ্তরের কর্মীরা। আরামবাগ মহকুমায় বেশ কয়েকটি জায়গায় কিছু মাস আগে থেকেই চলছে ট্যারান্টুলা আতঙ্ক । আবারো সেই ট্যারান্টুলার আতঙ্ক।এবার খানাকুলের শাবল সিংহপুর গ্রামে এই বিষাক্ত মাকড়সার দেখা মিলল।বাদামী রঙের বড় ধরনের এই মাকড়সার কামড়ে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লেন সালেমা খাতুন নামের এক গৃহবধূ। তাঁকে খানাকুল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার দুপুরে বালতিতে কাপড় ভিজিয়ে ছিলেন তিনি।এরপরে সেই জলেই হাত ধুতে গিয়ে মাকড়সাটি তাঁর হাতেই জড়িয়ে ধরে ও দংশন করে।অসহ্য যন্ত্রনা হতে থাকে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বেডে শুয়ে সালেমা খাতুন বলেন, আজ দুপুরে বালতিতে জামাকাপড় ভিজিয়েছিলাম।

কাচার জন্য যেই বালতিতে কাপড় তুলতে গেছি, অমনি মাকড়সাটি আমার হাত কামড়ে ধরে। তারপর অসহ্য যন্ত্রণা হতে থাকে। মাকড়সাটি বেশ বড় ও বাদামী রঙের।ঘটনার জেরে এলাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584