লকডাউনে কাজ নেই সলমন খানের সহ অভিনেতা বাবা খানের

0
124

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনের জেরেই কাজ হারিয়েছেন বহু মানুষ। সেরকমই একজন হলেন বাবা খান। একসময় সুপারস্টার সলমন খানের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন তিনি। সেইসময় সলমন খান অভিনীত বডিগার্ড, বীর, জানেমন ছবিতে বাবা খানের অভিনয় দর্শকের হৃদয়স্পর্শ করেছিল। এছাড়াও অমিতাভ বচ্চন অভিনীতি ডিপার্টমেন্ট ছবিতেও কাজ করেছেন তিনি।

Salman Khan Baba Khan
বাবা খান-সলমন খান। কোলাজ চিত্র

বাবা খান বলেন, “আমি এই বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৫ বছর কাজ করেছি। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু এখন লকডাউনের কারণে হাতে কোনো কাজ নেই।” বলিউড অভিনেতা বাবা খান আরও বলেন, “ভাইজান, ওয়ান্টেড, জানেমন, বিগ বসের মতো অনেকগুলি ছবি আমি করেছি। আর রাজকুমার, ভোজপুরিতে রবি কিশানের সঙ্গে ‘জ্বালা মন্ডি’ ছবিতেও কাজ করেছি। কিন্তু এখন লকডাউনের কারণে কোনো কাজ পাচ্ছি না আমি।”

একসময়ে তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করলেও এখন কোথাও কাজ পাচ্ছে না বাবা খান। সংসার চলছে কোনোরকমে। পেটের টানে হন্যে হয়ে কাজ খুঁজছেন তিনি।

আরও পড়ুনঃ সৃজিতের ‘X=PREM’-এর দৌলতে ফের ফ্লোরে শ্রীকান্ত মান্না, জোরকদমে চলছে মাছ ব্যবসাও

বাবা খানের কথায়, প্রতিদিন তিনি কাজের খুঁজতে বেরিয়ে পরেন কিন্তু কোথাও কাজ পান না তিনি। কেবল নেগেটিভ চরিত্রে অভিনয় করার কারণে কেউ তাঁকে কাজ দেয় না। সংসার চালাতে গেলে অর্থের প্রয়োজন। কিন্তু পেট চালানোর মতো অর্থটুকুও নেই তাঁর কাছে।

আরও পড়ুনঃ ‘পবিত্র রিস্তা’র নতুন সিজন আসছে ওটিটি-তে, মানব চরিত্রে সুশান্তের জায়গায় শাহির শেখ!

আর্থিক সংকটের মুখে পরে সমস্ত প্রযোজক, পরিচালক এবং কাস্টিং ডিরেক্টরের কাছে তিনি আবেদন করেন যে, দয়া করে বাবা খানকে যেন কাজের প্রস্তাব দেন তাঁরা। আর কিছু চান না তিনি। বলিউড অভিনেতা বাবা খানের এই আর্জি শুনে ক’জন সাড়া দেন সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here