মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ভাইজান অনুরাগীদের জন্য সুখবর। চলতি বছরে নতুন চমক নিয়ে আসছেন বলিউড অভিনেতা সলমন খান। সপ্তমীর দিনই তাঁর অভিনীত ছবি ‘অন্তিম’-এর মুক্তির দিন ঘোষণা করলেন বলিউড সুপারস্টার। চলতি বছর ইদে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘রাধে’। তবে এবার বড়পর্দাতেই ধরা দিতে চলেছেন সল্লু ভাই। এদিন টুইটারে সলমন খান জানান, ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘অন্তিম’।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমা ‘মুলশি প্যাটার্ন’। এই মারাঠি ক্রাইম সিনেমার অনুপ্রেরণাতেই তৈরি হচ্ছে হিন্দি সিনেমা ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর।
#Antim releases in theatres worldwide on 26.11.2021
It has been a gr8 & cherished association with ZEE and @punitgoenka over the years having done many films Race3,Loveyatri, Bharat, D3,Radhe & now Antim
I am confident he will take Zee to much greater heights in the coming years pic.twitter.com/TwzlvA0anR— Salman Khan (@BeingSalmanKhan) October 12, 2021
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অনামী গায়কের গানের ভিডিও, প্রশংসা করলেন হৃত্বিক রোশন
সূত্রের খবর, ছবিতে ধনঞ্জয় নামের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ-কে। ছবিতে সলমন খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। সলমন ও আয়ুষ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে নিকিতিন ধীর ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584