শাহরুখ-পুত্র আরিয়ান জামিন না পাওয়ায় আপাতত বাতিল ‘টাইগার ৩’-র শুটিং

0
110

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

মাদককাণ্ডে জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান। আর সেই কারণে বাতিল হল ‘টাইগার ৩’র শুটিং। আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খান তাঁর আগামী ছবি ‘পাঠান’-এর শুটিং পিছিয়ে দিয়েছিলেন। আর যেহেতু ‘টাইগার-৩’ ও ‘পাঠান’ দুটো ছবির যোগ রয়েছে, সেই কারণে আপাতত বাতিল করা হয়েছে সলমন খানের ছবি ‘টাইগার ৩’-এর বেশ কয়েকটি শুটিং ডেট।

Salman Khan
ছবি সৌজন্যে : এনডিটিভি

আরিয়ান খান জামিন না পাওয়া পর্যন্ত কোনো প্রফেশনাল কাজেই মাথা ঘামাতে পারছেন না বলিউড বাদশাহ। আরিয়ান জামিন পাওয়ার পরই তিনি শুটিং শুরু করার সিদ্ধান্ত নেবেন। শাহরুখের এই সিদ্ধান্তে কোনও বিরক্তি নেই ভাইজানের।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘পাঠান’ ছবির শুটিংয়ের জন্য ২ অক্টোবর স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু আরিয়ান খান গ্রেফতার হওয়ার কারণে আবার দেশে ফিরে আসেন ‘পাঠান’ টিম। গত ৩ অক্টোবর মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় শাহরুখ-পুত্র আরিয়ান খান-কে। এরপর থেকেই সব রকম উদযাপনের সমস্ত অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রেখেছেন শাহরুখ খান এবং গৌরি খান।

আরও পড়ুনঃ জামিনের আবেদন খারিজ আরিয়ানের, জামিন পেলেন না আরবাজ-মুনমুনও

গনেশ চতুর্থী, কিংবা দিওয়ালি, ঈদ সমস্ত অনুষ্ঠানেই আলোয় সেজে উঠত মন্নত। কিন্তু ঘরের বড় ছেলে আরিয়ানের গ্রেফতার হওয়ার পর থেকে উৎসবেয় মরশুমেও বিষাদের সুর খান দম্পতির মনে। তাই আরিয়ান জামিন না পাওয়া পর্যন্ত কোনো প্রফেশনাল কাজে মনোযোগ দিতে পারছেন না শাহরুখ খান। আর সেই কারণেই আপাতত বাতিল করা হয়েছে ‘পাঠান’ ও ‘টাইগার’-এর শুটিং ডেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here