করোনা প্রতিরোধে সঙ্গীতে বার্তা সলমনের

0
44

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সারা বিশ্বের এখন দুশ্চিন্তার একটাই কারণ। করোনা ভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় প্রতিটি দেশেই চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন। বন্ধ স্কুল, কলেজ, আফিস, কলকারখানা। কাজ হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। ফলে বিশ্বের একাংশ মানুষ অনাহারে ভুগছে।

Salman Khan | newsfront.co
ছবিঃ ইউটিউব ভিডিও থেকে

ভারতেও বেশ জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। করোনার জেরে বন্ধ রয়েছে বলিউড, টলিউডের সমস্ত শুটিংও। এহেন পরিস্থিতিতে অনেকদিন আগেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন বলিউড অভিনেতা সলমন খান।

ইতিমধ্যে তাঁর অনুগামীদের কাছে আবারও একবার হিরো হয়ে উঠেছেন ভাইজান। এবার একটু অন্যরকমভাবে দর্শকদের সামনে এলেন তিনি। করোনার এই একঘেয়েমি কাটাতে নিজেই একটি গান গাইলেন সলমন। করোনা ও লকডাউন নিয়ে তাঁর গান, ‘প্যায়ার করো না’।

আরও পড়ুনঃ আয়ুষ্মান অভিনীত ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ এবার দেখা যাবে অ্যামাজন প্রাইমেও

২০ এপ্রিল প্রকাশ্যে এসেছে এই গান। গানটি লিখেছেন সলমন ও হুসেইন দালাল। সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ। এই গানটির মধ্যে দিয়ে করোনা মিয়ে মানুষকে সচেতনার বার্তা দিয়েছেন সল্লুভাই। লকডাউনে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়, তার একটা ধারণাও পাবেন শ্রোতা।

কিছুদিন আগেই তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি সচেতন বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, মানুষ নিজে সচেতন হলে লকডাউনের সময়সীমা বাড়ানোর দরকার হত না। এ বিষয়ে আগে নিজেদের সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখা যাবে না। সরকারের নির্দেশিকা মানলে তবেই দেশ করোনামুক্ত হবে। সকলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে আসতে পারবে।

সলমন খানের কণ্ঠে সদ্য মুক্তি পাওয়া ‘প্যায়ার করো না’ গানটি নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত সলমনের ফ্যানরা। মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গানটি। তবে গানে গানে ভাইজানের এই সতর্ক বার্তা তাঁর ভক্তরা কতটা মেনে চলবে সেটাই এখন দেখার বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here