পুরনো প্রেমিকার সাথে ফ্রেমবন্দি সলমান

0
81

পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ

এই মুহূর্তে চুড়ান্ত তৎপরতার মধ্যে দিয়ে কাজ চলছে সলমানের আগামী বছর ঈদের সময় মুক্তি পেতে চলা ছবি “ভারত “এর।সম্প্রতি এই ছবির কাজের উদ্দেশ্যে পাঞ্জাবের উড়ে গেছিলেন ভাইজান।পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু মুহূর্ত নিজের সোশ্যাল নেটওয়ার্কিং এ্যকাউন্টে শেয়ার করেছেন এই ছবির প্রযোজক এবং সলমানের শালা অতুল অগ্নিহোত্রী।ছবি সম্পর্কিত যেকোনও আপডেট তিনি শেয়ার করছেন সোশ্যাল নেটওয়ার্কে।এইবার ফের তেমনই একচমকপ্রদ ছবি শেয়ার করলেন তিনি।সেখানে সলমানের ছবি তুলতে ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাচ্ছে ক‍্যাটরিনা কাইফ কে।

ছবিঃ প্রতিবেদক

এর আগে একসাথে ম‍্যায়নে প‍্যায়ার কিউ কিয়া,যুবরাজ, হ‍্যালো,এক থা টাইগার, টাইগার জিন্দা হ‍্যায় এর মতো ছবি গুলিতে একসাথে অভিনয় করতে দেখা গেছিলো এই জুটিকে।সলমনের প্রাক্তন এই প্রেমিকার সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি অতূলনীয় যা এর আগের ছবি গুলিতেও দেখা গেছে।সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন ক‍্যাটরিনা।”ভারত” এর সেট থেকে সলমনের ছবি শেয়ার করতে দেখে গেছে তাকেও,ইতিমধ্যে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি আবু-ধাবিতে এই ছবির কাজ সেরেছিলেন তিনি।প্রসঙ্গত,প্রথমে সলমানের বিপরীতে এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার কাজ করার কথা থাকলেও কাজ শুরুর দিন কয়েক আগে হঠাৎই ব‍্যক্তিগত কারন দেখিয়ে এই ছবির কাজ থেকে সরে দাড়ান পিগি চপস।এরপর তার জায়গায় আসেন সলমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

আরও পড়ুনঃ ভারতের সাবেক ফুটবলার বাইচুং এর বায়োপিক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here