নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
পরিচালক অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’-য় দর্শকদের জন্য রয়েছে একের পর এক চমক। প্রথম কথা ছবির বিষয়বস্ত- এখানে অপু ট্রিলজির প্রথম পর্ব ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনীই ছবির মূল উপজীব্য।
জিতু কামাল অভিনয় করেছেন পরিচালক সত্যজিত রায়ের আদলে তৈরি অপরাজিত রায়ের চরিত্রে, আর বিজয়া রায়ের আদলে তৈরি বিমলার চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ। রয়েছে আরো চমক,অবিশ্বাস্য মনে হলেও বিদগ্ধ নাট্য ও চলচিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে আত্মপ্রকাশ অভিনেতা হিসেবে। ‘অপরাজিত’-য় তিনি আকাশবাণীর এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন যিনি সাক্ষাৎকার নেবেন ‘পথের পাঁচালী’- র রূপকার অপরাজিত রায়ের।
শমীক বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির জগৎ তাঁকে চেনে বিদগ্ধ নাট্য ও চিত্র সমালোচক হিসেবে। ৮১ বছর বয়সে সেই পরিচয়ে আমূল বদল! অনীক দত্তের সৌজন্যে চিত্র সমালোচক এ বার চিত্রাভিনেতায় রূপান্তরিত! পরিচালকের আগামী ছবি ‘অপরাজিত’য় তিনি আকাশবাণীর সাংবাদিক! সাক্ষাৎকার নেবেন পর্দার ‘পথের পাঁচালী’র রূপকার সত্যজিৎ রায়ের।
ঘটনাচক্রে ১৯৭৬ সালে কলকাতা দূরদর্শনের হয়ে সত্যজিতের প্রথম সাক্ষাৎকার নিয়েছিলেন শমীকবাবু-ই। এবার ৮১ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হল চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়ের। পার্থক্য একটাই, ১৯৭৬ সালে শমীকবাবুর বয়স ছিল ৩৪, সত্যজিৎ রায়ের ৫৪ আর ২০২১-এ এসে পাল্টে গিয়েছে তা। সাংবাদিক শমীক বন্দ্যোপাধ্যায় ৮১ আর পর্দার সত্যজিৎ- জিতু কামাল ৩৪!
আরও পড়ুনঃ বড়দিনে ‘টনিক’ নিয়ে আসছে দেব, প্রকাশ্যে এল ছবির ট্রেলার
তবে চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায় কিন্তু মুগ্ধ জিতুর অভিনয়ে; জানিয়েছেন কিংবদন্তি পরিচালকের অনেক ছোট খাটো ম্যানারিজম নিখুঁত ভাবে রপ্ত করেছে জিতু। চরিত্র নিয়ে প্রচণ্ড খাটছে। জিতুর গালে ও থুতনিতে কিছু প্রস্থেটিক্সের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু। কিন্তু সত্যজিতের ম্যানারিজ়ম ফুটিয়ে তোলার সম্পূর্ণ কৃতিত্ব জিতুকেই দিয়েছেন পরিচালক অনীক দত্ত।
ছবির কিছু অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। এর পরের শিডিউলের শুট নন্দন, শিশির মঞ্চ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় হবে আর পুরো ছবিটাই সাদা-কালোয় শুট হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584