মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন শমীক-জয়প্রকাশ

0
79

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শোভন-বৈশাখী প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে পাশে বসিয়ে বলেন,’দুজন গেলে দলে বাইশজন আসবেন। দিলীপ ঘোষ এখনও তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা জানি না, আমরা চাই না কেউ চলে যান। আমরা চাই তিনি একটু ভাবুন।’

Samik Bhattacharya | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

অন্যদিকে সোমবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল করার আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। কারণ তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা ও একটি সিবিআই-এর মামলা রয়েছে। সেগুলি তিনি লুকিয়েছেন। রাজ্য বিজেপিও শুভেন্দুর এই আবেদন সমর্থন করছে।

শমীক ভট্টাচার্য বলেন,’কারণ এই আইন সুপ্রিম কোর্টের নির্দেশ।’ এদিন হেস্টিংস অফিসে বিজেপির কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন,’দলে সদস্যপদ বৃদ্ধি পেয়েছে। অন্য দল থেকেও বিজেপিতে আসছেন। আমরা মানছি, দু-এক স্থানে সমস্যা আছে তা দু-এক দিনে মিটে যাবে।’

আরও পড়ুনঃ বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা একঃ অভিষেক

এদিন জয়প্রকাশ মজুমদার বলেন,’অস্থায়ী দমকলকর্মীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে মমতা সরকার। ওদের বিমা নেই। মাসে বাইশ দিনের কাজ পায় না। বাইরে কথা বললেই তাদের চাকরি খেয়ে নেবে বলে হুমকি দিচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এরকম কর্মীর সংখ্যা তিন হাজার।এদের কোনও প্রশিক্ষণ ছাড়াই আগুনের সামনে এগিয়ে দেওয়া হয়। আর মন্ত্রী মশাই নিজের এলাকার এক হাজার জনকে গ্রুপ ডি কর্মী পদে ঢুকিয়েছেন। তাদের আগুন নেভাতে যেতে হয় না, অফিসে বসে থাকে তারা। আমরা ক্ষমতায় এলে এই সমস্ত অস্থায়ী দমকল কর্মীদের নিয়ে ভাববো।’

আরও পড়ুনঃ ফাঁকা চেয়ার! কপ্টার বিভ্রাটের কারণে ঝাড়গ্রামে ভার্চুয়ালি সভা অমিত শাহ’র

অন্যদিকে শমীক ভট্টাচার্য বলেন,’মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে ৭৩নম্বর ওয়ার্ডে পানীয় জল বিষাক্ত হয়ে গেছে। সেখানকার মানুষজনকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। সাধারণ মানুষ ভয়ে কিছু বলছেন না। তাদের শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী একজন মানুষ এই জল পান করে মারাও গেছেন। পুর নিগমের সাফাই কর্মীদের আবাসনে এই সমস্যা জটিল হয়েছে। আর মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের পুর প্রতিনিধিরা সব জেনেও মুখে কুলুপ এঁটেছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here