উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূল সরকার যদি একশো দশ শতাংশ কাজ করে দিয়ে থাকে তবে দুয়ারে সরকারের দরকার কেন পড়ল? বুধবার তৃণমূল কংগ্রেসের ইস্তাহার ঘোষণার পর প্রশ্ন তুলল বিজেপি।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বুধবার সাংবাদিক সম্মেলনে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প ঘোষণা করলেন, সেটা বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকারের সাহায্য লাগে। তাই বলছি ডবল ইঞ্জিন সরকার ছাড়া রাজ্যে উন্নয়ন সম্ভব নয়। এই ইস্তাহারে কর্মসংস্থানের কোনো দিশা নেই। একশো দিনের বাংলা এক নম্বর, এটা প্রমাণ করে কর্মসংস্থানের সুযোগ নেই। রাজ্যের শিল্পনীতি নেই, রোড ম্যাপ নেই, এসি জেট নেই।”
আরও পড়ুনঃ এবার পদ্মে পড়বে শিশির
পরে তিনি আরও বলেছেন,” শিল্পাঞ্চল কীভাবে হবে, জমি নীতি কই? কোনো বড় শিল্প আনতে পারেনি। মূলধন বাইরে চলে গেছে। বিনিয়োগ নেই। কত স্থায়ী চাকরি দিয়েছেন উনি? দশ বছরে টেট ঠিকমত নিতে পারেনি। আগামী প্রজন্ম কী দু’টাকা দরে পোকা চাল খাবে? তাদের চাল কিনে খাবার জন্য উন্নতি করা হবে না?”
আরও পড়ুনঃ ‘দুয়ারে রেশন’,মমতার নয়া উদ্যোগ
শমীক ভট্টাচার্য আরও বলেছেন, “তাঁর ভোট অফ অ্যাকাউন্টেও কোনও দিশা ছিল না। আমরা চাই ব্যবস্থার পরিবর্তন চাই, পাশাপাশি শিল্পবান্ধব রাজ্য আমরা বানাতে চাই। সিঙ্গুরে শিল্প চাই? কনট্রাক্ট চাকরি আমরা চাই না, চাই স্থায়ী চাকরি। দু’হাজার বারো সালে তৃণমূল সরকার ঘোষণা করেছিল, শতকরা নব্বই ভাগ কাজ করে দিয়েছি। আসলে তৃণমূল কংগ্রেস জানে ওরা আর ক্ষমতায় ফিরবে না। রাজ্যের উন্নতি কেন্দ্রের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। উনি এটা বুঝছেন না। উনি একাই এ রাজ্যে পাঁচ লাখ কর্মসংস্থান শেষ করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584