দলের নিরলস কর্মী আমিঃ শমীক ভট্টাচার্য

0
214

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

২০১৬ সালে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৯৪ আসনে প্রার্থী তিনিই। আর ২০২১ বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের গলায়।

Samik Bhattacharya | newsfront.co
শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র

এদিন তিনি জানান,’এবার বিজেপির সব প্রার্থী অপ্রাসঙ্গিক। একমাত্র প্রাসঙ্গিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ বিজেপি লড়ছে রাজ্যের কর্মসংস্থানের জন্য, রাজ্যে শিল্পাঞ্চল ও তোলাবাজির বিপক্ষে। শমীক ভট্টাচার্য আরও জানান,’সবে আজ আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে। এখনও দলের মুখপাত্রের দায়িত্বে। মনে হচ্ছে দুটো দায়িত্ব একসঙ্গে সামলাতে হবে।’

আরও পড়ুনঃ শুভেন্দু গো ব্যাক স্লোগান উঠল সোনাচূড়ায়

২০০৬ সালে শ্যামপুকুরে প্রার্থী হয়েছিলেন শমীক। ২০১১ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বসিরহাটে উপনির্বাচনে জয়ী হন শমীক।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে এবার গুরু শিষ্যের লড়াই

২০১৯ ফের দমদম লোকসভায় তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন। এতবার কেন্দ্র পরিবর্তন কেন? এর উত্তরে শমীক ভট্টাচার্য বলেছেন,’দলের নিরলস কর্মী আমি। দল যেখানে বলেছে, সেখানে প্রার্থী হয়েছি। এর বাইরে আর কিছু নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here