বাড়াবাড়ি করলে দায়ী থাকবে পুলিশ, সাংবাদিক সম্মেলনে জানালেন শমিত

0
42

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে এবং পাড়ার মন্দিরে পূজাপাঠ, শঙ্খধ্বনি, হোমযজ্ঞ করার পরিকল্পনা নিয়েছেন ৷ কিন্তু সেইসব মানুষদের এই রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনও কোন কর্মসূচি পালন করতে বারণ করছে।

bjp | newsfront.co
শমিত দাস ৷ নিজস্ব চিত্র

তাই আগামীকাল পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করে, তার যা প্রতিক্রিয়া হবে, তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। আজ মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি আরও অভিযোগ করেন, মেদিনীপুরে কন্টেইনমেন্ট জোন করার নামে অর্ধেক শহরকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে কোন এলাকার মানুষ আগামীকাল রাম মন্দিরে ভূমি পূজার সমর্থনে কোন ধর্মীয় কর্মসূচি পালন করতে না পারে।

আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনায় আরও চারটি কোভিড হাসপাতাল, ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

তবে মেদিনীপুরের মানুষ যথেষ্ট সচেতন, তারা লকডাউনের সমস্ত বিধি নিষেধ মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে বাড়ির মধ্যেই শঙ্খধ্বনি দেবে, প্রদীপ জ্বালাবে এবং বাড়ির পার্শ্ববর্তী মন্দিরে হোমযজ্ঞ, পূজাপাঠ করবে। তিনি পুলিশের কাছে আবেদন জানান, মানুষের ধর্মীয় ভাবাবেগকে অসম্মান না করার জন্য ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here