নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার মেদিনীপুর বিধানসভার বিজেপির প্রার্থী শমিত কুমার দাস মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকায় প্রচার সেরে জুগনীতলার মোড়ে আসছিলেন। ঐ সময় জুগনীতলার মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া নির্বাচনী প্রচার করছিলেন।
বিজেপি প্রার্থী শমিত কুমার দাশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়াকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে হাত জোড় করে নমস্কার করে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে দুই প্রার্থী একে অপরকে জিজ্ঞাসাবাদ করেন কেমন আছেন।দুই জন ভালো আছে বলে জানান।
যখন রাজ্যজুড়ে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বিভিন্ন অভিযোগ তুলে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। ঠিক সেইসময় মেদিনীপুর শহরের ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। ঐতিহাসিক মেদিনীপুর শহর শান্তির শহর। সেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী শমিত কুমার দাস ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া যেভাবে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন তা নজিরবিহীন ঘটনা।
আরও পড়ুনঃ শোভন-বৈশাখী ইস্যুতে সরব দিলীপ
এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব মেদিনীপুর শহরে তাঁর প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টের সিপিআই দলের প্রার্থী সন্তোষ রানার বাড়িতে এসে সৌজন্য বিনিময় করেছিলেন। রাজনীতিতে সৌজন্য কথাটা হারিয়ে গিয়েছে। কিন্তু মেদিনীপুর শহর সৌজন্যের শহর।
তাই সোমবার সেই বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল মেদিনীপুর শহরের জুগনীতলা এলাকার বাসিন্দারা। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা। রাজনীতি থেকে সরে একে অপরের সাথে সৌজন্য বিনিময় করার ঘটনা মেদিনীপুর শহরে নজির সৃষ্টি করলো বলে স্থানীয় বাসিন্দারা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584