‘সম্প্রীতি বন্ধন দিবস’ পালনের ডাক- সম্প্রীতি সুরক্ষা মন্চে’র

0
816

মুক্তাদির আজাদ, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ:

‘সম্প্রীতি সুরক্ষা মঞ্চে’-র উদ্যোগে আজ বেলডাঙ্গা হরেকনগর এ. এম. ইন্সটিটিউশান – এ এক সভার আহ্বান জানানো হয়। এই আহুত সভার মূল লক্ষ্য ছিল বর্তমানে সমগ্র দেশ ও এই রাজ্যে বিভেদকামী শক্তি সার্বিক ভাবে সমাজের উপর যে সর্বগ্রাসী থাবা নামিয়ে আনছে এবং সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে, সার্বিকভাবে তার প্রতিরোধে আগামীতে আন্দোলনের রূপরেখা তৈরি করা।

বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা আহ্বায়ক সনৎ কর।

আহুত এই সভায় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই সভার সমস্ত বক্তা-ই আমাদের দেশ, বিশেষ ভাবে রবীন্দ্র- নজরুলের এই রাজ্যের, বৈচিত্রের মধ্যে ঐক্যের সুর গাওয়ার সেই ঐতিহ্যকে তুলে ধরেন।

প্রধান বক্তা শ্রী অলোক ব‍্যানার্জী (India Today)

বক্তব্য রাখেন বেলডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা আজকের অনুষ্ঠানের সভাপতি সনৎ কর মহাশয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের আহ্বায়ক এবং হরেকনগর এ.এম. ইন্সটিটিউশানের প্রধান শিক্ষক এম. সেলিম মহাশয়।

Md. Salim

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়া টুডে’র অবসরপ্রাপ্ত সাংবাদিক অলোক ব‍্যানার্জী।এছাড়াও যেসমস্ত বক্তা, কবি,শিক্ষক-শিক্ষিকা, ব‍্যাবসায়ী ও বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম রা হলেন প্রাক্তন অধ্যক্ষ মজিবুর রহমান, প্রাক্তন অধ্যাপক মুসলেউদ্দিন সাহেব, মন্চের সম্পাদক আবরার হোসেন, মীর হাসানাৎ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী অশোক বর্ধন ও মোক্তাদির মোল্লা।

মুর্শিদা খাতুন।

শিক্ষক-শিক্ষিকা দের মধ্যে ভাবতা মাদ্রাসার আনওয়ারুল হক, দেবকুন্ডু গার্লস মাদ্রাসার মুর্শিদা খাতুন, শ্রীশচন্দ্র বিদ‍্যাপীঠের হালিম বিশ্বাস, মানিক নগর হাইস্কুলের শ্রী দেবাশীষ বিশ্বাস, দেবকুন্ডু হাই মাদ্রাসার আবদুস্ সবুর, সামসুল হালসানা,আনারুল হক প্রমুখ।

মজিবুর রহমান সহ বিশিষ্ট জনেরা।

অন্যান্যদের মধ্যে ছিলেন আবৃত্তিকার সাইফুল ইসলাম, ইসমাইল সাহেব প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বেলডাঙ্গার মানুষ।

এই সভা থেকে স্থির হয় বঙ্গভঙ্গের বিরুদ্ধে বৃটিশ সরকারের সেটেল ফ্যাক্ট ‘বঙ্গভঙ্গ’-কে আন সেটেল করতে 1905 সালের 16 অক্টোবর যে আন্দোলনের সূচনা হয়েছিল সেই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বঙ্গ-বিভাজনর প্রতিবাদে এবং হিন্দু- মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য ঐ দিনটিতে রাখী বন্ধন উৎসব পালন করেন। দিনটিকে স্মরণে রেখে বিভেদকামী শক্তির বিরুদ্ধে ১৬ ই অক্টোবর ‘সম্প্রীতি বন্ধন দিবস’ হিসেবে পালন করবে ‘সম্প্রীতি সুরক্ষা মঞ্চ’ সারা মুর্শিদাবাদ জুড়ে।

 

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here