শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয়ে যাওয়ার পরে অন্যান্য দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী কৃষক নেতাদের আহ্বান জানান। জানা গিয়েছে কৃষকদের অন্যান্য দাবিদাওয়ার অধিকাংশই মেনে নিতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে আন্দোলন প্রত্যাহার করতে পারে সংযুক্ত কিষাণ মোর্চা। আজ এ নিয়ে বৈঠকে বসছে দুই পক্ষ।
সূত্রের খবর, এমএসপি সহ বেশ কয়েকটি দাবির ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। তাছাড়া খড় পোড়ানো প্রসঙ্গেও কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করারও আশ্বাস দিয়েছে কেন্দ্র। তবে কেন্দ্র আগে শর্ত রেখেছিল যে প্রথমে আন্দোলন প্রত্যাহার করতে হবে তারপর মামলা প্রত্যাহার করা হবে। তবে এই বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন কৃষকরা। যার অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আজকের বৈঠকের পরে।
আরও পড়ুনঃ ভেঙে পড়ল ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত-এর চপার, এখনও পর্যন্ত মৃত ৪
আগামী কয়েক মাসের মধ্যেই পঞ্জাব, উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই যোগী সরকার কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা শুরু করেছে। অন্যদিকে, ক্ষতিপূরণের বিষয়ে কেন্দ্র সরাসরি যুক্ত না হলেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র, কাজেই সব দিক বিবেচনা করে আন্দোলন প্রত্যাহারের সম্ভাবনা অনেকটাই বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584