নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ছুটির দিন রবিবারে কাজ করতে কার না বিরক্ত লাগে, আর সেই বিরক্তির কথা তুলেই ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
পোস্টটিতে লেখা, “হেট ওয়ার্কিং অন এ সানডে”, অর্থাৎ রবিবারে কাজ করতে বিরক্ত লাগে।
পোস্টটি করা মাত্রই সৌরভের মেয়ে সানা সেই পোস্টটির রিপ্লাই দিয়ে লেখে, “আন্দাজ কর, কে কাজ করছে না আর ১২ টা পর্যন্ত বিছানায়..”
সানার এই চটজলদি রিপ্লাই দেখে নেটিজেনরা অনেকেই তার বুদ্ধি আর হাস্যরসবোধের প্রশংসা করেছেন।
কিছুদিন আগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে সানা একটি ইন্সটাগ্রাম স্টোরি পোস্ট করেছিল।
আরও পড়ুনঃ প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান পদে আইনি সীলমোহর
খুশবন্ত সিং এর লেখা ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অনুচ্ছেদ তুলে ধরেছিল সানা, যে অনুচ্ছেদের বক্তব্য ছিল পুরোপুরি শাসক দল বিরোধী। পরে অবশ্য সেই পোস্টটি রিমুভ করে দেওয়া হয়, এবং বাবা সৌরভ গাঙ্গুলী মেয়ের পিঠ বাঁচাতে বলেন, সানা রাজনৈতিক বিষয় বোঝার জন্য এখনও অনেক ছোট। ওকে এসব থেকে দূরে রাখাই ভাল।
সেই বিতর্কের পর এখন সানা আর সৌরভের পোস্ট থেকে নেটিজেনদের চোখ সরে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584