নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুরোহিতদের মাসিক ভাতা ও গৃহ নির্মাণ প্রদানের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তাকে ধন্যবাদ জানাতে মিছিলের আয়োজন করলো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।
শনিবার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সেইমতো ঝাড়গ্রাম জেলার পাঁচমাথামোড়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি উপলক্ষে শোভাযাত্রা করলো সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। এদিন শোভাযাত্রা সারা ঝাড়গ্রাম বাজার এলাকা পরিক্রমা করে। কাঁসর, ঘন্টা বাজিয়ে পরিক্রমায় পা মেলান ট্রাস্টের সদস্যরা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দফতরের আর্থিক সহযোগিতায় গড়া হচ্ছে নল বাহিত জল প্রকল্প
এদিন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে,”মুখ্যমন্ত্রীর কাছে সংস্কৃত কলেজ, টোল এবং দুঃস্থ পুরোহিতদের ভাতা প্রদান ও গৃহ প্রদান সহ ১৬ দফা দাবি ছিল। সেইমতো কিছু দাবি মুখ্যমন্ত্রী মেনে নিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584