‘সঞ্চারী’ তে ফের দক্ষতা প্রমাণ করলেন অনির্বাণ, মধুপর্ণা ও দেবাশিস

0
141

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গানই একমাত্র কোনও জাদুকাঠির স্পর্শে হৃদয়ের কোণে লেগে সমস্ত অন্ধকারকে নিমেষে আলোয় ভরিয়ে দিতে পারে। আর সেই জন্যই কথিত আছে- সঙ্গীত শিল্পীরা নাকি গান্ধর্বলোক থেকে মনুষ্যদেহে নেমে আসেন সুরের জাদুতে সাধারণ মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে।

Singers | newsfront.co

সেরকমই একটি গান “সঞ্চারী…”, যা সাম্প্রতিককালে প্রায়ই শোনা যাচ্ছে ইউটিউবে। তমাল সেন পরিচালিত, অম্বরীশ মজুমদারের কাহিনি অবলম্বনে ‘দুই শালিক’ নামের একটি স্বল্প দৈর্ঘের ছবিতে ব্যবহার করা হয়েছে।

ছবিটিতে অনন্যা চট্টোপাধ্যায় ও রজতাভ দত্ত’র মতো প্রথিতযশা শিল্পীরা অভিনয় করেছেন। দুজন মানুষ কীভাবে নিজেদের সীমাবদ্ধতাকে পেরিয়েও ভালোবাসার স্বপ্ন দেখতে পারে তাই নিয়েই এই গল্প। গানটি এককভাবে কথা সহ অ্যালবাম আকারে আত্মপ্রকাশ করেছে।

Singers | newsfront.co

‘দুই শালিক’ ছবির ‘সঞ্চারী’ গানটিকে পূর্ণতা দিতে যে সব মানুষদের অবদান অনস্বীকার্য তাঁদের মধ্যে একজন হলেন সুরকার অনির্বাণ অজয় দাস, যিনি একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত হওয়া সত্বেও গানের প্রতি সততা ও নিষ্ঠার কারণে ‘সঞ্চারী’ গানটি ছাড়াও দুটি সিঙ্গেলস ‘সাঁইয়া’ ও ‘এখনই এসো না’ এবং প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত, ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘ল্যাদ’ ছবিটিতে সুরকার হিসেবে কাজ করেছেন। তাঁর নিষ্ঠার কারণে এই তিনটি গানই ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ‘সঞ্চারী’ গানটি গেয়েছেন মধুপর্ণা গাঙ্গুলি ও দেবাশিস সোম।

আরও পড়ুনঃ মাই সিনেমা হলে চলছে ভার্চুয়াল শর্টফিল্ম ফেস্টিভ্যাল, ফলাফল ১৫ নভেম্বর

প্রসঙ্গত, মধুপর্ণা ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল শিখেছেন। বর্তমানে হিন্দুস্থানী গজলের ওপর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে মাস্টার্স করে নেট পরীক্ষায় সফল হয়ে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক থেরাপিতে পি.এইচ.ডি করছেন। পাশাপাশি তিনি অল ইন্ডিয়া রেডিওতে ২০১৬ থেকে সঙ্গীতশিল্পী হিসাবে নিয়মিত কাজ করছেন।

আরও পড়ুনঃ সৌমিত্রর শ্বাসনালীতে অস্ত্রোপচার সফল, বৃহস্পতিবার হতে পারে প্লাজমাফেরেসিস

২০০৮ সালে সারেগামাপা (বিশ্বসেরা) মঞ্চে পঞ্চম স্থান লাভ করেন। ২০১৭ তে প্রথমে জি বাংলা অরিজিনালসে রাতুল শঙ্করের সুরে ‘রাতের অতিথি’ ছবিতে গেয়েছেন। তারপর থেকে এখনও অবধি ‘দাওয়াত-এ-বিরিয়ানী’, ‘কড়াপাক’, ‘৭১, ব্রোকেন লাইনস’ ছবিতে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন।

মধুপর্ণার একক অ্যালবামগুলির মধ্যে সাঁইয়া, এখনই এসো না, মনবসিয়া যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ‘এখনই এসো না’ গানটি প্রায় সাড়ে ৭ মিলিয়নের ওপর মানুষ দেখে ফেলেছেন ইতিমধ্যেই। ‘সাঁঝের বাতি’ মেগা সিরিয়ালের মূল গানটিতে কণ্ঠ তাঁরই।

বিজ্ঞাপনের জন্যেও তিনি একক কণ্ঠশিল্পী হিসেবে দেবাশিস সোমের সুরে কাজ করেছেন ও প্রশংসিত হয়েছেন।
মধুপর্ণা জানিয়েছেন, মিউজিক থেরাপি নিয়ে পড়শুনা সম্পূর্ণ করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের সঙ্গীতের মাধ্যমে সুস্থ করতে চান।…

‘দুই শালিক’ ছবির এই ‘সঞ্চারী’ গানটিতে দেবাশিস সোম ও মধুপর্ণার জুটি এক কথায় অনবদ্য। দেবাশিসের এই গানটিতেই প্রথম কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ। এছাড়া তিনি সুরকার ও সুর সঞ্চালনার কাজও করে থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here