লকডাউনেও বে-আইনিভাবে শিলাবতী থেকে বালি চুরির ঘটনা অব্যাহত চন্দ্রকোনায়

0
86

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশ জুড়ে লকডাউন চলছে। যার ফলে সর্বস্তরের মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। পাশাপাশি সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের আধিকারিকরা করোনা ভাইরাস মোকাবিলার জন্য ব্যস্ত রয়েছেন।

Sand | newsfront.co
নিজস্ব চিত্র

ঠিক সেই সময়তেই শিলাবতী নদী থেকে বে-আইনি ভাবে বালি চুরি করছেন এক শ্রেণীর বালি মাফিয়ারা। শনিবার ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেড়াবেড়িয়া এলাকায়।

আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টালো টোটো, আহত এক যাত্রী

জানা যায়, প্রতিদিন বালি মাফিয়ারা বে-আইনিভাবে এই শিলাবতী নদী থেকে ট্রাকে ও ট্রাক্টরে করে বালি তুলে নিয়ে অন্যত্র জায়গায় বিক্রি করে। এই ভাবে দিনের পর দিন মাফিয়াদের বালি তোলার ফলে রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, এই ভেবে বাঁধা দেয় স্থানীয়রা।

কিন্তু তারপরেও কাজ বন্ধ রাখেনি বালি মাফিয়ারা বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি রাতের বেলাতেও অবাধে বালি তোলার কাজ চালাচ্ছে মাফিয়ারা। তবে দিনের পর দিন এ ঘটনা চলতে থাকার কারণে, অবশেষে গ্রামবাসীরা বিষয়টি চন্দ্রকোনা এক ব্লক প্রশাসনকে জানান।

তবে এর পরিপ্রেক্ষিতে চন্দ্রকোনা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসীরা। এর পাশাপাশি ব্লকের বিডিওর কাছে বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান স্থানীয় গ্রামবাসীরা। তবে লকডাউনের সময় রাতের অন্ধকারে শিলাবতী নদী থেকে বালি তোলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here