পর্দায় হাজির সারদামণি, চরিত্র নিয়ে আশাবাদী সন্দীপ্তা সেন

0
252

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘করুণাময়ী রানী রাসমণি-উত্তর পর্ব’-তে আগমন ঘটেছে সারদা মণির। জয়রামবাটি ছেড়ে সারদামণি রওনা দিয়েছেন গদাধরের উদ্দেশ্যে। পথে নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হয় তাঁকে।

Rani Rashmoni Uttar Parbo
ছবি সৌজন্যেঃ জি বাংলা

মা ভবতারিণীর দৌলতে বিপদ পার করেন সারদামণি। এই সব তথ্যই আমরা জেনেছি ইতিহাসের পাতা থেকে। আর তা-ই হুবহু উঠে আসছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের গবেষণায় এবং লেখায়।

Sandipta Sen
ছবি সৌজন্যেঃ জি বাংলা

ওদিকে কামারপুকুর থেকে ভৈরবী মায়ের সঙ্গে ভবতারিণী মন্দিরের পথে গদাধর। সাক্ষাত হয় সারদামণির সঙ্গে। এ কি যে সে দেখা? এ তো পরম দেখা। সারদামণি গদাধরের যোগ্য কিনা তা যাচিয়ে দেখার জন্য সারদামণিকে নানা ধরনের চ্যালেঞ্জ দেন মা ভৈরবী। আর সারদামণি সব চ্যালেঞ্জ পার করেন।

আরও পড়ুনঃ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক

চরিত্র নিয়ে আশাবাদী সারদামণির চরিত্রাভিনেত্রী সন্দীপ্তা সেন। তিনি জানান- “সারদামণির চরিত্রটা পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার যে কোনও অভিনেত্রীর কাছে। এমন একটি চরিত্রে সকলকে খুশি করাটা অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করি আমি। বেশ কঠিন চরিত্র। আমি আমার একশ ভাগ দিয়ে কাজটা করার চেষ্টা করব। বাকিটা দর্শক বলবেন।” বাকি জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায়, সন্ধে সাড়ে ৬ টায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here