নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্বাস্থ্যবতী সঙ্ঘশ্রী এবার ব্যস্ত ডায়েট চার্ট নিয়ে। ওজন কমাতে উঠে পড়ে লেগেছেন মায়ের দেওয়া ডায়েট চার্ট ফলো করতে। কেননা ওজন না কমালে তাকে বিয়ে দেওয়া যাবে না।
আমাদের সমাজ আজও অ্যারেঞ্জ ম্যারেজ বা সহজ বাংলায় যাকে ‘সম্বন্ধ দেখে বিয়ে’ বলে সেই ব্যাপারে বেশ নাক উঁচু। কালো পাত্রী চলবে না, বেশি মোটা মেয়ে চলবে না, টিঙটিঙে রোগা মেয়েও চলবে না। তা হলে উপায়? উপায় বের করতে হবে পাত্রীকেই।
আর তাই বুল্টিকেও পাত্রস্থ হতে গেলে ঝরতে হবে। ওজন না কমলে বিয়ে হবে না তার। আর তাই তার মা তাকে বানিয়ে দেয় ডায়েট চার্ট। বুল্টি কি সেটা মেনে চলে? জানতে হলে দেখতে হবে সুজয় পাল পরিচালিত শর্ট ফিল্ম ‘আমি ডায়েট করছি’। ছবির কাহিনিও সুজয়েরই লেখা।
ছবিতে স্বাস্থ্যবতী বুল্টির চরিত্রে অভিনয় করছেন সঙ্ঘশ্রী সিনহা মিত্র। তার মায়ের চরিত্রে মানসী সিনহা। বুল্টি অর্থাৎ সঙ্ঘশ্রীর ছোটবেলার সইয়ের চরিত্রে দেখা যাবে মৌমিতা পণ্ডিতকে।
এই প্রথমবার কোনও শর্ট ফিল্মে কাজ করছেন সঙ্ঘশ্রী। শুধু তাই নয়, এই প্রথম লিড রোলে তিনি। জি বাংলার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে ডলি সেনের চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না তাঁর ট্র্যাহক। সম্ভবত এই শর্ট ফিল্ম নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘আমি ডায়েট করছি’।
দিনকয়েক আগে একব সাক্ষাৎকারে তিনি নিউজ ফ্রন্টকে জানান- “সবাই রোগা দুর্গাকে দেখতে চান পর্দায়। কিন্তু দুর্গা কি রোগা ছিলেন কখনও?”
আরও পড়ুনঃ ‘সঞ্চারী’ তে ফের দক্ষতা প্রমাণ করলেন অনির্বাণ, মধুপর্ণা ও দেবাশিস
সঙ্ঘশ্রী আরও জানিয়েছিলেন, বাস্তবে তাঁর শাশুড়ি মাতা নাকি তাঁর মুখ দেখে তাঁকে পছন্দ করেছিলেন এবং বলেছিলেন- “এই মেয়ের মুখ জগদ্ধাত্রী মায়ের মতো। এই মেয়েই আমার ঘরের দুর্গা হবে।”
আরও পড়ুনঃ মাই সিনেমা হলে চলছে ভার্চুয়াল শর্টফিল্ম ফেস্টিভ্যাল, ফলাফল ১৫ নভেম্বর
সেদিন সঙ্ঘশ্রীর শাশুড়িমাতার কাছে সঙ্ঘশ্রীর চেহারা কোনওভাবে বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু সমাজ তো সমান চিন্তা আর ভাবাদর্শে এগিয়ে চলে না। আজও বেশিরভাগ সময়েই মোটা মেয়েকে দেখে হাসাহাসি হয়। বিয়ে দিতে গেলে হাজারো বাধা আসে। মূলত সেই দিকটিই তুলে ধরা হবে এই স্বল্প দৈর্ঘের ছবিতে।
সঙ্ঘশ্রী জানান, “এই প্রথম কোনও শর্ট ফিল্মে কাজ করছি আমি। তাও আবার লিড রোলে। আমি বেশ আপ্লুত। কারণ আমাকে ভেবে এই শর্ট ফিল্ম। একজন অভিনেত্রী হিসেবে এর থেকে আনন্দের কী হতে পারে?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584