নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপর রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই জনবহুল এলাকাগুলিকে স্যানিটাইজারের মধ্য দিয়ে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

আর সে কারণেই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড, শহর এলাকাগুলিকে দমকলের মাধ্যমে জীবাণুমুক্ত করা হল। এমনকি পুলিশ বিট হাউস, বাস স্ট্যান্ড ও ব্লক কার্যালয় অফিস সহ এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এদিন স্যানিটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়।

আরও পড়ুনঃ লকডাউনে কতবার বাইরে বেরোচ্ছে মানুষ, তার হিসাব রাখতে ‘মার্কিং’ পুলিশের
তবে জানা গেছে মহামারী ভাইরাসের হাত থেকে জেলাবাসীকে রক্ষা করার লক্ষ্যেই, স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584