ফিরবে ভিনরাজ্যের শ্রমিকরা, স্টেশন স্যানিটাইজের কাজ শুরু মালদহে

0
43

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা ভাইরাস সংক্রমন আটকাতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে মালদহ টাউন স্টেশনে।বৃহস্পতিবারও স্টেশন চত্বরে জীবাণুনাশক স্প্রে করা হয়। জানা যায়, ভিন রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে ট্রেন মালদহে আসতে পারে বলে রেল কর্তারা মনে করছেন।

Station | newsfront.co
স্টেশনে চলছে স্যানিটাইজ। নিজস্ব চিত্র

সে কারণে স্টেশন প্রাঙ্গণকে ইতিমধ্যেই জীবাণুমুক্ত করার ধারাবাহিক প্রয়াস নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণাও করে দিয়েছে। এমনকি ট্রেনে শ্রমিকদের ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ জাতি ধর্ম নির্বিশেষে দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান জান্নাতি মসজিদের

এ ব্যাপারে মালদহের ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, “ভিন রাজ্যে কর্মরত আটকে পড়া শ্রমিকদের কীভাবে ফেরানো হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র ও রেলমন্ত্রকের নির্দেশ অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেবেন। তবে তার আগে নিয়মিত স্টেশনে জীবাণুনাশক স্প্রে করে নেওয়া হচ্ছে। বর্তমানে স্টেশন চত্বরে বাইরের লোক আনাগোনা করছে না। তাই দু’ একদিন পরপরই স্প্রে করার কাজ চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here