নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারী ভাইরাসের মোকাবিলায় সারা দেশ জুড়েই চলছে লকডাউন। এই পরিস্থিতিতে এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়েছিল, অবশেষে রাজ্য সরকারের সহযোগিতায় সেইসব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে। এবং ঐসব পরিযায়ী শ্রমিকদের জন্য করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।
যাতে সেইসব পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার অসুবিধা না হয়। পরিবহন মন্ত্রী তথা কন্টাই কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর সহায়তায় পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা ব্লকেই এক লক্ষ টাকা করে দেয়া হয়েছে ব্যাংকের তহবিল থেকে। প্রত্যেকটি স্কুল থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একাধিক জায়গার কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে স্কুল গুলিকে জীবাণুমুক্ত প্রক্রিয়ার কাজ চলছে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রোগীর সচেতনতা বোধের নয়া দৃষ্টান্ত পাঁশকুড়ায়
জানা গিয়েছে ইতিমধ্যেই কোলাঘাট ব্লকে ৮১৩জন পরিযায়ী শ্রমিক রয়েছে। তাদের উদ্দেশ্যেই এই কর্মসূচি। প্রত্যেকটি ব্লকেই একটা করে টিম গঠন করে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে খবর। পাশাপাশি ব্লকের পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584