নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর ও ইসলামপুর গ্রামে মঙ্গলবার পুলিশ প্রশাসনের উদ্যোগে ও দমকল বাহিনীর সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করা শুরু হলো। এই অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গ্রামের বাজার, রাস্তাঘাট বিশেষ করে যেখানে মানুষের আনাগোনা বেশি, সেই সমস্ত জায়গাগুলি স্যানিটাইজ করা হয়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা
প্রশাসনিক সূত্রের খবর, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জীবাণুমুক্ত করার জন্য প্রশাসনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও এই অভিযান চলবে। পাশাপাশি, যে সরকারি বাসগুলোতে চাপিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল, সেগুলিও স্যানিটাইজ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584