নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাস মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এমনকি সংক্রমণ রুখতে ইতিমধ্যেই জেলায় জেলায় স্যানিটাইজের কাজ চালাচ্ছে পুরসভা। রায়গঞ্জে রাজ্যের একমাত্র সরকারি মূক ও বধির চিলড্রেন হোম “সূর্যোদয়” রয়েছে। তাই সংক্রমণ রুখতে সেখানের ছেলে-মেয়েদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি পরিচ্ছন্নতার উপর পুরোপুরি জোর দেওয়া হয়।
এছাড়াও জীবাণুমুক্ত করতে প্রত্যেকটি জায়গাকে বারবার জীবাণুনাশক স্প্রের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে ।পাশাপাশি সেখানে থাকা ছেলে মেয়েদের বিছানাপত্র রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করার কাজ চালাচ্ছে হোম কর্তৃপক্ষ। এমনকি কোনও ভাবেই যাতে ওই শিশুদের উপর করোনার প্রভাব না পড়ে, তার জন্য যথেষ্ট তৎপর কর্তৃপক্ষ ।
আরও পড়ুনঃ চা শ্রমিকদের মাস্ক বিতরণ পুলিশের
জানা যায়, বর্তমানে মোট ৬১ জন মূক ও বধির ছেলে মেয়ে রয়েছে এই হোমে । যার মধ্যে ৪৯ জন ছেলে ১২ জন মেয়ে । ছেলে ও মেয়েদের জন্য পৃথক থাকার বন্দোবস্তও রয়েছে।এমনকি এখানে থাকা ছেলে মেয়েদের মধ্যে যাতে কোন ভাবেই সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি মূক ও বধির ছেলে মেয়েদের একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতেও লাগাতার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584