নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউন অমান্য করে অনেকে পুলিশের নজরদারি বাইরে অনিয়ন্ত্রিতভাবে ঘোরাঘুরি করছে বহু মানুষ।যতটুকু আইনের শাসন প্রয়োগ করা যায় এবং অনুনয়-বিনয় করে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে। তাও বাধা মানছে না অনেকে মানুষ।
অপর দিকে করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সারাদেশসহ এ রাজ্যেও। তাই এলাকায় নতুন করে করোনা সংক্রমণ যাতে না ঘটে।
আরও পড়ুনঃ দীনদের পাশে শালবনির বিধায়ক
তার জন্য বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক জুড়ে খাকুড়দা, বেলদা, ঠাকুরচক, বাখরাবাদ এমনকি নারায়ণগড়ে ও ব্লকের বিভিন্ন স্থানে দমকল এনে স্যানিটাইজ করা হলো এলাকা।
এছাড়াও দাঁতন 2 ব্লকের সাউরির ঘটনায় পরিবারের যেসকল লোকেদের নারায়ণগড়ে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল ওই উক্ত স্থানে স্যানিটাইজ করা হয় এদিন ।এদিন স্যানিটাইজার করার সময় ব্লকের বিডিও বিশ্বজিৎ ঘোষ, বেলদা থানার ওসি গৌতম মাইতি, ও ব্লকের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584