শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা ভাইরাসের আতংক বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে হ্যাণ্ড স্যানিটাইজার নিয়ে ইতিমধ্যেই কালোবাজারি। তাই সাধারণ মানুষকে হ্যাণ্ড স্যানিটাইজার যোগান দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলার আনন্দধারা প্রকল্প।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার আটটি সমবায় সমিতিকে দিয়ে হ্যাণ্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ নেওয়া হলো। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের সংঘ, বহুমুখী সমবায় লিমিটেড বালুরঘাট ব্লকের জন্য তৈরি করছে হ্যাণ্ড স্যানিটাইজার।

আরও পড়ুনঃ মাস্ক – স্যানিটাইজ়ারের কালোবাজারি রুখতে মাঠে নামলো রায়গঞ্জ জেলা পুলিশ
জানা গেছে, রবিবার এই মহিলা পরিচালিত সমবায় সমিতি ৫০ লিটার হ্যাণ্ড স্যানিটাইজার তৈরি করে,ও ১০০ মিলির বোতল বন্দী করবে এই স্যানিটাইজার। যা আগামী সোমবার থেকে জেলার প্রতিটি সংঘ সমবায়ের দোকানে এই স্যানিটাইজার মিলবে মাত্র কুড়ি টাকা মূল্যে।

করোনা ভাইরাস প্রতিরোধে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা আনন্দধারা প্রকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584