আইপিএলে নতুন দলের মালিক হতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা

0
177

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

পরের বছর হতে পারে নয় দলের আইপিএল। যে কোনো সময়ে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর কথা ঘোষণা করতে পারে বিসিসিআই। অনেক শিল্পপতিই ভারতের সব থেকে বড় কোটিপতি লিগে দল কিনতে চান। বিডিংয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। নাম আছে আহমেদাবাদের বড় বড় শিল্পপতির কারণ নতুন দল আসছে নরেন্দ্র মোদীর রাজ্য থেকে।

Sanjiv Goenka | newsfront.co

তবে কলকাতা থেকে আরপিএসজি সংস্থা ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী। আইপিএলে দ্বিতীয় বার দল কিনতে চান শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। এর আগেও চেন্নাই, রাজস্থানের নির্বাসনের সময় সাময়িকভাবে দুই মরসুম পুণে সুপার জায়ান্ট দল কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। একবার রানার্সও হয় তার দল ধোনিকে ক্যাপ্টেন্সি থেকে তার দল সরিয়ে দেওয়াতে বিতর্কও হয়।

আরও পড়ুনঃ আদিবাসীদের সম্মান জানাতে বিশেষ জার্সি পরে টি টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

যদিও ফুটবলে সঞ্জীব গোয়েঙ্কার এটিকে আইএসএলে খুব পরিচিত নাম এখন আবার মোহনবাগানের সঙ্গে এক হয়ে সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলের চূড়ায় তার দলই সব চেয়ে বেশি বার আইএসএল চ্যাম্পিয়ন হয়।

তবে এবার পাকাপাকিভাবে আইপিএল সংসারে দল কিনতে আগ্রহী গোয়েঙ্কা। যদিও কাজ সহজ নয় গোয়েঙ্কার সঙ্গেই আদানি, টাটা-র মত কর্পোরেট জায়ান্টরা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ দুবাইয়ে প্রকাশ ভারতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো

মার্চ-এপ্রিল মাসের আইপিএল আয়োজন হওয়ার কথা। নতুন দলের সংযুক্তি ঘটলে মেগা অকশন করতেই হবে। নতুন করে দল গোছানোর সুযোগ দিতে হবে নতুন ফ্র্যাঞ্চাইজিদের।

ঘটনা হল, সদ্য সমাপ্ত এবং আসন্ন আইপিএলের মধ্যে সময়ের ফারাক এতটাই কম যে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই নতুন করে মেগা নিলামের বিপক্ষে। তাদের বক্তব্য, যে উইন্ডোতে আইপিএল আয়োজন করা হয়, সেই সময়ের মধ্যে নতুন দলের সংযুক্তির জন্য বাড়তি ম্যাচ আয়োজন করা অসম্ভব। যদিও সব কিছু নির্ভর করছে বোর্ড কর্তাদের ইচ্ছের উপরে তারা যদি মনে করে দল বাড়বে, তাহলে আইপিএলে আসবে নতুন দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here