আর্টিস্ট ফোরামের নতুন কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী

0
192

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

শান্তিপূর্ণভাবে মিটল টলিপাড়ার ভোট। কার্যকরী সভাপতি পদ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরেই ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব যায় অরিন্দম গাঙ্গুলি এবং জিতের কাছে।

Sankar Chakrabarti | newsfront.co
নব নির্বাচিত কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী। ছবিঃ প্রতিবেদক

তাঁরা রাজি না হওয়ায় চারজনের নাম ওঠে। ভরত কল, অঞ্জনা বসু, শঙ্কর চক্রবর্তী, পার্থসারথি দেবের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা ছিল। শুরু থেকেই পাল্লা ভারি ছিল শঙ্কর চক্রবর্তীর দিকে। আর ঘটলও তাই।

নির্বাচন কমিশনার সুমিত ভট্টাচার্য’র রিপোর্ট অনুযায়ী প্রায় আড়াই হাজার সদস্যের বিচারের নিরিখে কার্যকরী সভাপতির পদে এলেন শঙ্কর চক্রবর্তী।

new list | newsfront.co
নব নির্বাচিত কমিটির তালিকা। ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ ১৮-তে ৭২- সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষাপটে আসছে ‘স্বাধীন ছবি’

সভাপতির পদে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সহ সভাপতির পদে রয়েছেন সোহম চক্রবর্তী, জিত, পরাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ সম্পাদকের পদে অরিন্দম গাঙ্গুলি। যুগ্ম সম্পাদকের পদে রয়েছেন সপ্তর্ষি রায় এবং শান্তিলাল মুখার্জি৷

সহ সম্পাদকের পদে রয়েছেন দেবদূত ঘোষ এবং রানা মিত্র। ট্রেজারারের পদে তাপস চক্রবর্তী। সহ ট্রেজারারের পদে সোহন বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া কার্যকরী সদস্যপদে রয়েছেন সোনালি চৌধুরী, কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সাগ্নিক চৌধুরী, দিগন্ত বাগচি।

প্রসঙ্গত, এই নির্বাচন ঘিরে টলি পাড়ায় এই কদিন জল্পনা ছিল তুঙ্গে। প্রার্থীদের মধ্যে অনেকেই কোনও না কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। ফলে, আর্টিস্ট ফোরামের নির্বাচনেও ছিল রঙের হাওয়া।

প্রকাশ্যে না হলেও তা পরোক্ষে ছিল- এ কথা অস্বীকার করার উপায় কারো নেই। তবে হ্যাঁ যাই থাক বা না থাক অবশেষে শান্তিপূর্ণভাবে মিটল ভোট। নির্বাচিত হলেন পদাধিকারীরা। বাকিটা সময় বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here