নিজস্ব প্রতিবেদক,মালদা:বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করে শনিবার বামনগোলায় সভা করলো মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। পাকুয়াহাট ডিগ্রি কলেজের প্রেক্ষাগৃহে ভিড়ে ঠাসা কর্মীদের মাঝে দিলীপ ঘোষের খামখেয়ালি মন্তব্যের তীব্র সমালোচনা করেন সংখ্যালঘু সেলের সভাপতি মুশারফ হোসেন। প্রসঙ্গত: গত বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে এসে বৈষ্ণবনগরের রাজনগর ও বামনগোলার পাকুয়াহাটে জনসভায় প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপবাবু। পুলিশের পাশাপাশি তৃণমূল কর্মীদের ঠ্যাঙানোর নিদান দেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কুৎসিত ভাষায় আক্রমণ করেন তিনি। বামনগোলার পাকুয়াহাটে দুদিনের মাথায় পাল্টা সভা করে তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মুশারফ হোসেন গেরুয়া বাহিনীর তীব্র সমালোচনা করে বলেন, বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন দিলীপবাবু। আগামী পঞ্চায়েত ভোটে বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দিয়ে দেবেন। মালদা বরাবরই সহিষ্ণুতা ও সম্প্রীতিরর পীঠস্থান। এখানে বিজেপির হুঁশিয়রিকে কেউ পাত্তা দেবেন না। বাংলার মানুষ দিদির পাশে থেকে উন্নয়নের গতি চালু রাখবেন বলেও তিনি মন্তব্য করেন।
পাকুয়াহাটের এদিনের সভায় সংখ্যালঘু সেলের জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সেলের রতুয়া২ ব্লক সভাপতি আনোয়ার হোসেন, জেলা কমিটির সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, রতুয়া২ ব্লক সভাপতি আনোয়ার হোসেন সহ অনেকেই। সভাটির আয়োজনের দায়িত্বে ছিলেন বামনগোলা ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মমতাজ হোসেন ও হবিবপুর ব্লক সভানেত্রী আসগরী সরকার। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে তৃণমূল সরকারের প্রশংসা করেন সেলের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম। তিনি জানান, তৃণমূল বিভাজনের রাজনীতি করেনা। সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে চলছে তৃণমূল সরকার। এদিনের সভায়
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গত বিধানসভায় তাকে যথেষ্টহারে ভোট দিয়েছেন বলে স্বীকার করে হবিবপুরের তৃণমূল নেতা অমল কিস্কু জানান, আগামী পঞ্চায়েতেও এই এলাকার মানুষ তৃণমূলের প্রার্থীদের জেতাতে সচেষ্ট হবেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা সুভাষ বর্মন, মহিলা নেত্রী শিবানী মাহাতো, জেলাপরিষদের সদস্য শান্তি সরকার, নগেন মূর্মূ, শ্যামল মন্ডল, নারায়ন মন্ডল, মহেশ বর্মন, বাদল মন্ডল, মোহন টুডু সহ অনেক ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584