নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গণিতজ্ঞা শকুন্তলা দেবীর নাম কে না জানেন? তাঁকে ‘হিউম্যান কম্পিউটার’ বলা হয়। এহেন শকুন্তলা দেবীর বায়োপিক ‘শকুন্তলা দেবীঃ হিউম্যান কম্পিউটার’ আজ মুক্তির পথে অ্যামাজন প্রাইমে। একসঙ্গে ২০০ টি দেশ আজ দেখবে এই ছবি। আর তা নিয়ে বেশ আপ্লুত মুখ্য চরিত্রাভিনেত্রী বিদ্যা বালান। সূত্রের খবর অনুযায়ী তাঁর মতে, এখন সবই তো ঘরে বসে। ওটিটি তে মানুষ বাড়ির সকলের সঙ্গে বসে ছবিটা দেখতে পারবেন। আর এই ছবিটা তো সকলকে নিয়ে বসে দেখারই ছবি।
প্রসঙ্গত, প্রথাগত কোনও শিক্ষা ছিল না এই মানুষটির। অথচ ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তাঁর নাম ওঠে দুটি ১৩ সংখ্যার নম্বর মাত্র ২৮ সেকেন্ডে গুণ করে ফেলার পর।গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত প্রয়াত শকুন্তলা দেবীকে ‘দ্রুততম মানবিক গণনার’ রেকর্ড শিরোনাম দিয়ে সম্মানিত করা হয়েছে। এই শংসাপত্রটি অ্যামাজন প্রাইম ভিডিওতে বায়োপিক শকুন্তলা দেবী আসতে চলেছে সেই খবর প্রকাশের কয়েকদিন আগে চমক হিসেবে এসেছে। ১৯৮০ সালের ১৮ জুন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মায়ের পুরস্কারটি হাতে নেন শকুন্তলা কন্যা অনুরাধা ব্যানার্জি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অভিনেতা বিভান, নেহা সহ টলিপাড়ার একাধিক কলাকুশলী
শকুন্তলা দেবীর অসাধারণ জীবন উদযাপন করতে, অ্যামাজন প্রাইম ভিডিও আজ বিশ্বজুড়ে এই ছবির প্রিমিয়ার করতে প্রস্তুত। শকুন্তলা দেবীর ব্যক্তিগত এবং পেশাদার উভয় দিকই উঠে এসেছে ছবিতে।
ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন অনু মেনন। সোনি পিকচার্স নেটওয়ার্কস এবং বিক্রম মালহোত্রা প্রযোজনা করেছেন এই ছবিটি। ছবিটিতে শাকুন্তলা দেবীর চরিত্রে বিদ্যা বালান, অনুপমা ব্যানার্জির চরিত্রে সানিয়া মালহোত্রা। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং অমিত সাধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584