নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডলের পরে এবার হ্যাকিং-এর শিকার হল সংসদ টিভির ইউটিউব চ্যানেল। মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছিল না সংসদ টিভির ইউটিউব চ্যানেলটি। কিছুটা বেলার দিকে সংসদ টিভির টুইটার অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার বিষয়টি জানানো হয়। কয়েক ঘন্টা পরে চ্যানেলটি পুনরুদ্ধার করা হয়।
উল্লেখ্য মোদীর টুইটার হ্যান্ডল হ্যাক করার করার পরে সেখান থেকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক টুইট করা হয়েছিল, এবার সংসদ টিভির ইউটিউব চ্যানেলের নাম পাল্টে আরেক ক্রিপ্টোকারেন্সি ‘ইউথেরিয়াম’ করে দেয় হ্যাকাররা।
Sansad TV's YouTube channel has been restored. You can get back to all your favourite programmes on the channel. pic.twitter.com/RgcXqxXkzd
— SansadTV (@sansad_tv) February 15, 2022
The YouTube channel of Sansad TV was compromised by some scamsters on Feb 15, 2022. Youtube is addressing the security threat and the issue will be resolved asap. pic.twitter.com/k1DI7HmZTh
— SansadTV (@sansad_tv) February 15, 2022
চ্যানেল হ্যাকের বিষয়টি জানার পর থেকেই দ্রুত তা হ্যাকারদের কবল থেকে উদ্ধার করার কাজ শুরু করে সংসদ টিভির প্রযুক্তিবিদদের দল। বেশ কয়েক ঘণ্টা পর চ্যানেলটি হ্যাকারদের কবলমুক্ত করতে সক্ষম হন তাঁরা।
আরও পড়ুনঃ দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতি গুজরাটের সংস্থার, চিহ্নিত খুব কম সময়েঃ নির্মলা সিতারামন
ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে স্পষ্ট বলা আছে যে, তাদের নীতি হল ইউটিউবকে নিরাপদ রাখা। পাশাপাশি এও বলা আছে যে, ক্রিয়েটরদের সৃজনশীলতা ও অভিজ্ঞতাকে আরও বিস্তৃত ব্যপ্তি দিতে তাদের স্বাধীনতা দেওয়াতেও বিশ্বাস করে। এর মধ্যে থেকেই কখনো কখনো নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ফেলতে সক্ষম হয় হ্যাকাররা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584