শ্যামল রায়, নদীয়াঃ
নবদ্বীপ থানার অন্তর্গত মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অধীন ফরেস্ট গ্রামে তৈরি হয়েছে সংস্কৃত সাহিত্য চর্চার এক গবেষণা কেন্দ্র। বেশ কিছুদিন ধরে কাজটি চালু হলেও শেষ হবে কবে, সেটা এখনও এলাকার বাসিন্দাদের কাছে অজানাই রয়ে গেছে।
জানা গিয়েছে, পাঁচ তলা বিশিষ্ট এই বিল্ডিংটি তৈরি হয়েছে ৩০ কোটি টাকা ব্যয়ে। ২০১৫ সালে কাজ শুরু হয়েছিল। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ জানিয়েছেন, “যে খুব শীঘ্রই সংস্কৃত সাহিত্য চর্চা গবেষণা কেন্দ্রটি চালু করা হবে”।
আরও পড়ুনঃ ১৫ই এপ্রিল পর্যন্ত সরকারি হোম বন্ধ রাখার নির্দেশ নবান্নের
তবে স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন, “২ একর জমির মধ্যে এই সংস্কৃত সাহিত্য চর্চা গবেষণা কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এখানে বিদেশ থেকে যারা এদেশে এসে পড়াশোনা করতে চায়। তারাও এখানে থেকে পড়তে পারবে। এমনকি ছয় শতাধিক ছাত্র-ছাত্রী এখানে গবেষণা করতে পারবে বলে জানা যায়।
একদিকে গ্রামীণ পরিবেশ, অন্যদিকে গঙ্গার উপর তৈরি হয়েছে একটি রেলসেতু তাই আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। এই যোগাযোগ ব্যবস্থার পাশে রয়েছে চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম। রেল স্টেশন এবং এখান থেকে কিছুটা দূরে রয়েছে কৃষ্ণনগর রেল স্টেশন।
৩ ঘন্টা ট্রেন পথে যাবার পর দমদম এয়ারপোর্ট। তাই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন রয়েছে। এমনকি দেশ-বিদেশ থেকে ছাত্রছাত্রীরা সংস্কৃত সাহিত্য চর্চা গবেষণা করে এই মহাবিদ্যালয়টি থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584