নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ
দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে পুলিশ প্রশাসন কেউই বাদ যাচ্ছেন না করোনার নজর থেকে। তাই এবার রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।

কয়েকদিন আগেই ওই হাসপাতালের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হন। পাশাপাশি হাসপাতালের আরও দুই চিকিৎসকের জ্বর-সর্দি-কাশি রয়েছে। ফলে, যাঁরা শান্তিপুরের ওই হাসপাতালে কর্মরত ছিলেন তাঁদেরও লালারসের নমুনা সংগ্রহ করে সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। বেশ কিছু সোয়াব টেস্টের রিপোর্ট এখনও আসা বাকি রয়েছে।
আরও পড়ুনঃ বিপদ এড়াতে রাজ্যের ৬ রুগ্ন সেতু ভাঙার প্রস্তাব কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থার
তাই তাঁদের রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালের সমস্ত বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী হাসপাতালে ভর্তি রোগীদেরও ছুটি দেওয়া হয়েছে। এছাড়া, বেশ কয়েকজন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584